WELLCOME TO MY POST
মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম
Mobile Hotspot এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করে ব্যবহার করতে পারবেন। কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায় বিস্তারিত জানুন
কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন কিন্তু কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই। এমন অবস্থায় আপনার মোবাইল ডাটা থেকেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে ৩টি মাধ্যম প্রয়োজন।
মাধ্যমগুলো হলো:
| 1 | Wifi |
| 2 | Data Cable |
| 3 | Bluetooth |
প্রথমে মোবাইল থেকে ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করে ব্যবহার করার নিয়ম:
- মোবাইল ডাটা অন করতে হবে। এরপর উপরের স্লাইড ইন মেনু থেকে Personal Hotspot আইকনে চেপে ধরে রেখে সেটিংস এ যেতে হবে। এই আইকন না থাকলে মোবাইল সেটিংস এ গিয়ে Personal Hotspot বা Hotspot লিখে সার্চ করে বের করবে।
- Hotspot Settings এ গিয়ে wifi এর নাম আর পাসওয়ার্ড সেট করতে হবে। যখন তুমি তোমার ল্যাপটপ দিয়ে কানেক্ট করবে তখন এই নাম আর পাসওয়ার্ড লাগবে। আমার Hotspot এর নাম দিয়েছি Samsung A50 -এই ধাপটা একবার করলেই হবে।
- এবার ফোনের Hotspot চালু করে দাও। ল্যাপটপের wifi আইকনে ক্লিক করে তোমার wifi তে ক্লিক করো, পাসওয়ার্ড দাও আর কানেক্ট করে ফেলো।
- ব্রাউজার ওপেন করে ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইন্টারনেট পাচ্ছো কিনা চেক করে দেখো।
এরপরে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করে ব্যবহার করার নিয়ম:
- তোমার ফোনটা USB ডাটা ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করো। মোবাইলে কয়েকটা অপশন আসবে, Data Transfer সিলেক্ট করো। LAN পোর্ট যদি কানেক্ট করা থাকে, তাহলে সেটা খুলে ফেলতে হবে।
- মোবাইল ডেটা বা Wifi এ কানেক্ট করো। মোবাইলের সেটিংস এ গিয়ে USB tethering সার্চ করো। এরপর অপশনটা অন করো।
- কিছুক্ষণের মধ্যে পিসিতে নিউ কানেকশন দেখা দিবে, আর ইন্টারনেট অন দেখাবে। ব্রাউজার ওপেন করে ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইন্টারনেট পাচ্ছো কিনা চেক করে দেখো।
আশাকরি “মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম” শিরোনামের এই আর্টিকেল'টি বিস্তারিত পড়ে আপনারা প্রাত্যাহিক জীবনে অনেক উপকৃত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব'দের মাঝে শেয়ার করে পড়তে এবং জানতে সুযোগ করে দিবেন।
উপসংহার
এটি একটি খুবই ছোট সেটিংস ছিল কিন্তু অনেকেই তা জানে না। তাই তাদেরকে জানানোর জন্য এই আর্টিকেল'টি করেছি। আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

